Some link জেএন.বাংলা: মোবাইল টেক

flashvortex

মোবাইল টেক









দোকানে রিচার্জ করতে যাওয়ার দিন শেষ।আপনার ব্যাংক একাউন্ট থেকে মোবাইল এর ব্যালেন্স রিচার্জ করুন কোনো প্রকারচার্জ ছাড়াই।

যাদের ইসলামি ব্যাংক এ একাউন্ট আছে তাদের জন্য এই টিউন
দোকানে বার বার যেয়ে মোবাইল এ ব্যালেন্স রিচার্জ এর দিন শেষএখন থেকে ঘরে বসে যেকোনো সময় যেকোনো পরিমান রিচার্জ করুন যেকোনো নম্বর এ
আপনার কি ইসলামি ব্যাংক এ একাউন্ট আছে?এবং ইন্টারনেট ব্যাংকিং চালু আছে?থাকলে অনেক ভালোকারন ইসলামি ব্যাংক এ তাদের ইন্টারনেট ব্যাংক এ নতুন সার্ভিস চালু করেছে যার নাম iRecharge.অর্থাৎ আপনি এখন থেকে ঘরে বসেই যেকোনো সময়ে যেকনো পরিমান টাকা আপনার মোবাইল এ রিচার্জ করতে পারবেনযেকোনো নাম্বার একোনো প্রকার সার্ভিস চার্জ নেই
আসুন জেনে নিই এই সার্ভিস চালু করতে হলে কি করতে হবে
  • ইসলামি ব্যাংক এ একাউন্ট থাকতে হবে
  • ইন্টারনেট ব্যাংকিং চালু থাকতে হবে
  • iRecharge একাউন্ট এবং পিন নম্বর থাকতে হবে
এই সার্ভিস চালু করা অনেক সহজ এবং এর জন্য কোনো প্রকার চার্জ দিতে হয়নাসম্পুর্ন ফ্রী
এবার দেখুন কিভাবে কি করতে হবে
প্রথমে তাদের সাইট এ যানঠিকানাঃ  IslamibankBD
Utilities থেকে iBBL Banking এ ক্লিক করুন
যদি আপনার ইন্টারনেট ব্যাংকিং চালু থাকে তবে লগইন করুনআর যদি না থাকে তবে New Registration এ ক্লিক করে apply করুনলক্ষ্য রাখবেন ,যদি আপনি নতুন রেজিস্ট্রেশন করতে চান তবে যা যা দরকার তা দিয়ে ইনফরমেশন প্রিন্ট করে তাদের কাছে জমা দিবেন এবং ২দিনের মধ্যে একাউন্ট চালু হয়ে যাবেএর পর iRecharge এর জন্য আলাদা রেজিস্ট্রেশন করতে হবে
  • রেজিস্ট্রেশন এর জন্য iRecharge এ ক্লিক করে আপনার ব্যাংক একাউন্ট নাম্বার দিয়ে রিকোয়েস্ট করুনApply করা হয়ে গেলে ১৫ দিন পর তাদের কাছে যেয়ে পিন নাম্বার নিয়ে আসুনএই পিন নাম্বার ছাড়া রিচার্জ করতে পারবেন না
এখন আসুন দেখে নিই কিভাবে রিচার্জ করতে হবে
ইন্টারনেট ব্যাংকিং এ লগইন করার পর ছবি তে দেখানো মত iRecharge এ ক্লিক করুন

এবার আপনার মোবাইল নাম্বার , প্যাকেজ , পিন নাম্বার , ও কত টাকা রিচার্জ করবেন তা পুরন করুন
পুরন করা হয়ে গেলে SUBMIT এ ক্লিক করে পরের ধাপ এ চলে যান
এবার আপনাকে Confirm করতে বলা হবে যে সব ঠিক আছে কিনা।।ঠিক থাকলে আবার SUBMIT এ ক্লিক করুন


 এবার লক্ষ্য করুন যে রিচার্জ হয়ে গেছে১মিনিট এর মধ্যে আপনার ব্যালেন্স এ টাকা এসে যাবে


আপনার নোকিয়া সিম্বিয়ান ফোনকে বন্ধুদের টিপাটিপির হাত থেকে রক্ষা করুন !

আজ আমি আপনাদের ছোট একটা সফটওয়্যার উপহার দিবো ! তার আগে একটু গল্প করা দরকার ! আমার এক বন্ধু আছে যার সাথে দেখা হলেই আমার ফোন চায় আর নেওয়ার পর টিপাটিপির মাধ্যমে ফোনের জীবন কয়লা করে দেয় ! বন্ধুত্ব রক্ষার্থে কিছু বলতেও পারি না ! তাই ভাবতে লাগলাম কিভাবে এর হাত থেকে আমার ফোনকে রক্ষা করা যায় ! খুজতে খুজতে একটা সফটওয়ার পেয়ে গেলাম যার নাম Fake error ! এটির মধ্যমে ফোনের চার্জ ফুল থাকলেও ব্যাটারী লো দেখায় ! এখন আমার ফোন ভালই আছে ! কারন যখনই তার সাথে দেখা হয় তখই সফটওয়ারটি অন করি ! আর তাই ব্যাটারী লো দেখায় এবং সে আর টিপাটিপি করে না ! আপানারাও যদি আমার মত ফোনকে রক্ষা করতে চান তাহলে এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করে আনজিপ করে ইন্সস্টল দিয়ে ওপেন করুন ! তাহলে চিত্রের মত আসবে !
এবার Start এ সিলেক্ট করুন!
কাজ শেষ! তাহলে দেখবেন 5 সেকেন্ড পর পর Bettary low দেখাবে ! আপনি চাইলে সময় কম বেশি করে নিতে পারবেন ! তবে আপনার ফ্লাশ প্লেয়ার বন্ধ করলে এটি কাজ করবে না !

 

 

 

রবি সিমের সকল প্রিপেইড এর ট্যারিফ পরিবর্তন হয়েছে

নিচে সকল প্রিপেইড এর ট্যাঁরিফ উল্লেখ করা হল:
নতুন প্রীপেইড সংযোগ (Base Pack )
এখন নতুন প্রীপেইড সংযোগ কিনলে পাবেন ৭৪০০+ মিনিট ৭৪০০+ এসএমএস ৭৪০০+ মেগাবাইট ডাটা একদম ফ্রি বোনাস পেতে হলে ২১ টাকা RECHARGE করতে হবে যতবার ২১ টাকা RECHARGE করবেন ততবার বোনাস পাবেন এভাবে সর্বমোট ৭৪০০+ মিনিট ৭৪০০+ এসএমএস ৭৪০০+ মেগাবাইট ডাটা বোনাস পাবেন
কলরেটঃ
যেকোনো নাম্বারে ১৫ পয়সা/১০ সেকেন্ড
রবি নাম্বারে ১৫ পয়সা/১০ সেকেন্ড
পালসঃ ১০ সেকেন্ড
এসএমএসঃ ৫০ পয়সা যেকোনো নাম্বারে
নতুন প্রীপেইড সংযোগঃ ১৩৮ টাকা
তরুণ্ণ ২৬: (নতুন)
যেকোনো নাম্বারে রাত ১২ টা থেকে সকাল ৮ টাঃ ৬৮ পয়সা
যেকোনো নাম্বারে সকাল ৮ টা থেকে রাত ১২ টাঃ ৮৮ পয়সা
যেকোনো রবি নাম্বারে রাত ১২ টা থেকে সকাল ৮ টাঃ ২৮ পয়সা
যেকোনো রবি নাম্বারে সকাল ৮ টা থেকে রাত ১২ টাঃ ৮৮ পয়সা
১ টি প্রিয় নাম্বারেঃ ২৮ পয়সা (শুধোমাত্র রবি নাম্বারে )
৩ টি এফএনএফ নাম্বারেঃ ৪৮ পয়সা (শুধোমাত্র রবি নাম্বারে )
এসএমএসঃ ৫০ পয়সা যেকোনো নাম্বারে
পালসঃ ৬০ সেকেন্ড
তরুণ্ণ ২৬ PACKAGE ১০ টাকায় ২৫ এমবি ডাটা পাওয়া যায়
এর জন্য *৮৪৪৪*২১# চাপতে হবে (মেয়াদ ১ দিন)
তরুণ্ণ ২৬ PACKAGE এ যাওয়ার জন্য ২৬ টাকা রিচার্জ করতে হবে

অনন্যা ২৭: (নতুন)
যেকোনো নাম্বারে ৮৮ পয়সা
যেকোনো রবি নাম্বারে ৮৮ পয়সা
যেকোনো এফএনএফ নাম্বারে ৩৮ পয়সা (এফএনএফ ৩ টি)
পালসঃ ৬০ সেকেন্ড
এসএমএসঃ ৫০ পয়সা যেকোনো নাম্বারে
অনন্যা ২৭ PACKAGE ১০ টাকা ধার করা যায় যা পরবর্তী রিচার্জে সমন্বয় করা হবে
এর জন্য *৮৪৪৪*২# চাপতে হবে
অনন্যা ২৭ PACKAGE এ যাওয়ার জন্য ২৭ টাকা রিচার্জ করতে হবে
মুহূর্ত ৩১:
যেকোনো নাম্বারে ২ পয়সা/সেকেন্ড
যেকোনো রবি নাম্বারে ২ পয়সা/সেকেন্ড
১ টি প্রিয় নাম্বারেঃ ১ পয়সা/সেকেন্ড (শুধোমাত্র রবি নাম্বারে )
পালসঃ ১ সেকেন্ড
এসএমএসঃ ৫০ পয়সা যেকোনো নাম্বারে
মুহূর্ত ৩১ PACKAGE এ যাওয়ার জন্য ৩১ টাকা রিচার্জ করতে হবে
রবি ক্লাব 34:
যেকোনো নাম্বারে রাত ১২ টা থেকে সন্ধ্যা ৬ টাঃ 1.00 টাকা
যেকোনো নাম্বারে সন্ধ্যা ৬ থেকে রাত ১২ টাঃ 1.00 টাকা
যেকোনো রবি নাম্বারে রাত ১২ টা থেকে সন্ধ্যা ৬ টাঃ ২৮ পয়সা (প্রথম মিনিট ১ টাকা)
যেকোনো রবি নাম্বারে সন্ধ্যা ৬ থেকে রাত ১২ টাঃ ৮৮ পয়সা (প্রথম মিনিট ১ টাকা)
এসএমএসঃ ৫০ পয়সা যেকোনো নাম্বারে
পালসঃ ৬০ সেকেন্ড
রবি ক্লাব 34 এ যাওয়ার জন্য ৩৪ টাকা রিচার্জ করতে হবে
গতি ৩৬:
যেকোনো নাম্বারে ১৬ পয়সা/১০ সেকেন্ড
রবি নাম্বারে ১৬ পয়সা/১০ সেকেন্ড
১ টি প্রিয় নাম্বারেঃ ২৮ পয়সা (শুধোমাত্র রবি নাম্বারে )
পালসঃ ১০ সেকেন্ড
এসএমএসঃ ৫০ পয়সা যেকোনো নাম্বারে
গতি ৩৬ এ ২০ টাকা RECHARGE এ ৫ এমবি ডাটা ফ্রী
গতি ৩৬ এ যাওয়ার জন্য ৩৬ টাকা রিচার্জ করতে হবে
সরল ৩৯:
সরল ৩৯ এ ২১ টাকা RECHARGE ২১ মিনিট ২১ এসএমএস ২১ মেগাবাইট ডাটা একদম ফ্রি
যেকোনো নাম্বারে ৮৮ পয়সা
যেকোনো রবি নাম্বারে ৮৮ পয়সা
১ টি প্রিয় নাম্বারেঃ ২৮ পয়সা (শুধোমাত্র রবি নাম্বারে )
পালসঃ ৬০ সেকেন্ড
এসএমএসঃ ৫০ পয়সা যেকোনো নাম্বারে
নবান্ন ৩৭:
যেকোনো নাম্বারে রাত ১২ টা থেকে সকাল ৮ টাঃ ৬৮ পয়সা
যেকোনো নাম্বারে সকাল ৮ টা থেকে রাত ১২ টাঃ ৭৮ পয়সা
যেকোনো রবি নাম্বারে রাত ১২ টা থেকে সকাল ৮ টাঃ ২৮ পয়সা
যেকোনো রবি নাম্বারে সকাল ৮ টা থেকে রাত ১২ টাঃ ৬৮ পয়সা
এসএমএসঃ ৫০ পয়সা যেকোনো নাম্বারে
পালসঃ ৬০ সেকেন্ড
নবান্ন ৩৭ এ যাওয়ার জন্য ৩৭ টাকা রিচার্জ করতে হবে
হুটহাট চমক ৩২:
যেকোনো নাম্বারে ১.৪৮ পয়সা মিনিট
রবি নাম্বার এ সর্বোচ্চ ৮৭% discount এবং অন্য অপারেটর এ সর্বোচ্চ ৬০% discount পাওয়া যাবে
রবি নাম্বার এ সর্বোচ্চ ৮৭% discount থাকলে ০.২৫/মিনিট এবং
অন্য অপারেটর এ সর্বোচ্চ ৬০% discount থাকলে ০.৬০ মিনিট কাটবে
৩ টি প্রিয় নাম্বারেঃ ২৮ পয়সা (শুধোমাত্র রবি নাম্বারে )
যেকোনো এফএনএফ নাম্বারে ৬৮ পয়সা (এফএনএফ ২ টি)
হুটহাট চমক ৩২ এ যাওয়ার জন্য ৩২ টাকা রিচার্জ করতে হবে
*রিচার্জ করার ২৪ ঘণ্টার মধ্যে ট্যাঁরিফ পরিবর্তন হবে
*
১ দিনে সর্বোচ্চ ১ বার ট্যাঁরিফ পরিবর্তন করা যাবে

 

 

অনলাইনে সকল অপারেটরের মোবাইল একাউন্ট রিচার্জ


আপনি অনলাইনে সকল অপারেটরের মোবাইল একাউন্ট রিচার্জ করতে চাইলে এ  emobileload.com ওয়েবসাইটি ঘুরে আসতে পারেন
এখানে আপনি AlertPay, Skrill (Moneybookers) and Liberty Reserve একাউন্ট ব্যেবহার করে এ সেবা নিতে পারবেখুব তারাতারি আমরা DBBL Brac Bank দিয়ে রিচার্জ এর ব্যেবস্তা যুক্ত করবসাইটি আমার কিছু দিন আগে নতুন করে শুরু করেছিএখানে আপনি চাইলে সাইন আপ করে রিচার্জ করতে পারেন অথবা সাইনাপ ছাড়া তারাতারি রিচার্জ করতে চাইলে quick recharge নামে একটা আপশন আছে এটাতে ক্লিক করে রিচার্জ করতে পারেন
সামনে আমরা সাইটিতে মোবাইল রিচার্জ কার্ড বিক্রি করার সেবা সহ আরো কিছু নতুন সেবা যুক্ত করব

 

আপনি কি Pc স্টাইলর Browsing করতে চান আপনার মোবাইল দিয়ে…..! তাহলে এই টিউন আপনার জন্য

আপনার ফোনের Nokia Web ব্রাউজার এর কথা বলছি
Before(Default Browser)=

After(Default Browser)=



আমি যে পদ্ধতি টা আজ আপনাদের বলবো সেটার মাধ্যমে আপনারা আপনাদের Default ব্রাউজার দিয়ে নিচের স্টাইল এ Internet browse করতে পারবেন
১. Iphone
২. Firefox/xp
৩. Google Crome
৪. Internet Explorer
৫. Nokia n73
৬. Nokia n95
৭. Nokia n96
৮. Nokia e90
৯. Blackberry 7130e
১০. Windows Ce
কার্য প্রণালী=
ওটি করতে হলে একটি সফটওয়্যার লাগবে
আপনার ফোনে Python1.45 ইনস্টল করা থাকতে হবে
(Software+pythone) এখানে download করুন
ওই লিঙ্ক কাজ না করলে এটা try করে দেখুন
একটা zip ফাইল পাবেনএবং তার ভেতর দুই টা ফাইল পাবেনসব ইনস্টল করুন
সফটওয়্যার টি open করে যে কোন একটি user agent কে select করুন

কাজ শেষএবার আপনার Nokia ব্রাউজার open করুনদেখবেন যে Google এর page এবং অন্যান্য page কেমন বদলে গেছে.....!



 

স্যামসাং মোবাইল এ “JAR file is over max size” সমস্যার সমাধান !!!

আসসালামু আলাইকুমএটা আমার প্রথম টিউন  সুতরাং ভুল হলে ক্ষমা করবেন এবং এটা নিয়ে আর আগে টিউন হয়েছে কিনা তা আমার জানা নেই
কাজের কথায় আসা যাক আমরা অনেক সময় গেইম বা সফটওয়্যার স্যামসাং মোবাইল এ ইন্সটল করতে গেলে এই লেখাটি আসে “JAR file is over max size” এবং তখন তা আর ইন্সটল করা যায় না
JAR file এর default value Samsung মোবাইল এ একটা নির্দিষ্ট মান পর্যন্ত দেয়া থাকে এবং আপনার installation file এর সাইজ তা অতিক্রম করলে এই সমস্যাটি হয় কিন্তু নিচের পদ্ধতি অনুসরণ করলে আপনি  এই সমস্যা থেকে মুক্তি পাবেন
আপনার keypad এ এই কডটি টাইপ করুনঃ
*#52828378#
আপনি তাহলে JAVA Test Menu পাবেন সেখান থেকে OTA Test খুঁজে বের করুন এবং তা অপেন করুন

তারপর আপনি Maximum JAR size এর যায়গায় আপনার কাঙ্ক্ষিত সাইজ দিনউদাহরনঃ আমি ৫০০০ দিয়েছি

setup টি সেভ করুন
এখন আপনি আপনার JAR ফাইল ইন্সটল করুনদেখবেন করতে পারছেন এখন
বিঃদ্রঃ আপনার মোবাইল এর RAM  এর থেকে গেম বা সফটওয়ারটির RAM বেশী লাগলে তা চলবেনা
ভালো লাগলে কমেন্ট করবেন

 

 

Unlock করুন আপনার iphone মাত্র ২ মিনিট এ !

আজ আমরা শিখবো কিভাবে আমাদের প্রিয় ও ঝামেলার iphone টিকে আনলক করাতে হবে এটা শিখানোর কারন হল বাংলাদেশ এর iphone গুলো মূলত ইউরোপ,আমেরিকা থেকে পাঠানো হয়ে থাকেআর পাঠানোর সময় তারা আনলক করে পাঠায় নাযার ফলে বাংলাদেশ এ এসে বিপাকে পড়তে হয় আর সার্ভিসিং এর দোকানে গিয়া গরম গরম টাকা দিয়া তা আনলক করাতে হয়

ডিজিটাল যুগ এ আমার কথা একটা ই ক্যান আপনি সার্ভিসিং এর দোকানে যাবেন? ক্যান নিজে নিজে ট্রাই করেন না!! পারেন না? বুঝেন না? আসেন আমি বুঝাই তারপর ও যদি সার্ভিসিং এর দোকানে জেতে হয় তাহলে বলবো আমি আপনি iphone ইউজ করার যোগ্য না
আমার পদ্ধতিতে আপনি iphone 4S আনলক করতে পারবেন নাএছাড়াও আপনার ফার্মওয়ার ভার্সন যদি 04.26.08, 05.11.07, 05.12.01, 05.13.04, or 06.15.00 হয় তাহলে আপনি আনলক করতে পারবেনফার্মওয়ার চেক করার জন্যে iphone এর সেটিংস এ যানতারপর General>About তাহলে আপনি আপনার iphone এর ফার্মওয়ার ভার্সন দেখতে পারবেন
এবার আপনার মোবাইল টি জেলব্রেক করতে হবেজেলব্রেক যদি করতে না পারেন অথবা এখন ও করে
তারপর জেলব্রেক করে এখান থেকে আবার দেখুন আনলক এর স্টেপ গুলো
জেলব্রেক করানর পর আপনার মোবাইল এ Apps গুলোর সাথে দেখুন Cydia নামক একটা apps দেখা যাচ্ছেওটার ভিতরে প্রবেশ করুন
এবার Cydia এর Search অপশন এ যানটাইপ করুন ultrasn এটা টাইপ করার দেখুন যে প্রথমেই একটা সেটিং আইকন সহ একটা ফাইল আসছে ultrasnOw নামকএখন এটায় টাচ করুন ও লোড হতে দিন
এবার install এ টাচ করুন এবং তা install করে নিনinstall শেষ হলে restart springboard অথবা respring করে নিন
এইতো হল! আরে ভাই আপনার iphone টি এখন আনলক!পরখ করার জন্যে অন্য একটা সিম insert করে দেখুন

আর যদি আপনার দ্বারা সম্ভব না হয় তা হলে আমার সাথে যোগাযোগ করবেন। jnbangla web site er যোগাযোগ এ দেখেন।

 

মোবাইলে অবাঞ্চিত কল থেকে মুক্তি পান সাথে কলকারীকে জব্দ করুন কোন সফটওয়্যার ছাড়া ১০০% কার্যকর!!!

(এটা আমার ২য় পোস্ট আগে বিষয়ে পোস্ট হয়েছে তবে যদি আমার পোস্টের সাথে হুবুহু মিলে গেলে ক্ষমা করবেন।)
মোবাইলে অবাঞ্চিত কলের শিকার হননি এমন লোক পাওয়া কঠিন। বিশেষ করে আমাদের দেশের নারীদের জন্য এটা চরম বিরক্তিকর। আমিও এর শিকার  (দিনে রাতে বাসায় কল/মিসকল দিয়ে জ্বালাতন সাথে আজেবাজ কথা) এবং এর প্রতিকার পেতে আমি somewhereinblog সাহায্য চাই এবং অনেকে অনেক সমধান দেন সেগুলো নিয়ে / ঘন্টা চেষ্টা করলাম কিন্তু কোন সমাধানই আমার মনঃপুত হয়নি। আমি চেয়েছিলাম এমন একটি সমাধান যাতে কেউ অবাঞ্চিত কল করলে আমার মোবাইলে  কল না আসে এবং কলকারীর আর্থিক ক্ষতি হয় যাতে বিরক্তকারী ২য়বার কল করতে ৎসাহিত না হয়। তাই আমি নিজে থেকে একটি সমাধান বের করলাম (হয়ত এটা অনেকের জানা) যা আপনাদের মধ্যে শেয়ার করলাম।
তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক- প্রথমে আপনার মোবাইল নাম্বারকে নিম্নোক্ত অপারেটর অনুযায়ী নাম্বারে Divert করতে হবে। এক্ষেত্রে Divert অপশনে Divert if busy সিলেক্ট করতে হবে।
গ্রামীন ফোন-1266
বাংলালিংক- 770
রবি- 8121
এয়ারটেল-৭৮৯
তারপর কল লিস্ট থেকে কাঙ্খিত নাম্বার সিলেক্ট করে Options গিয়ে Add to blacklist/Screening/Reject list (সেট অনুযায়ী ভিন্ন নাম হতে পারে) >OK বাটনে চাপুন। কেল্লাফতে!!!
ব্লককৃত নাম্বার থেকে যদি কল/মিসকল দেয় তাহলে কিছু বুঝার আগেই তার একাউন্ট থেকে টাকা কমা শুরু হবে। মিসকল দিলেও তার টাকা খরচ হবে এবং আপনি জানতেও পারবেন না তাই নো ডিস্টার্ব তবে কল দিয়ে যদি তাড়াতাড়ি কেটে না দেয় তবে SMS আপনি নোটিফিকেশন পাবেন। তাতে অবশ্য আপনার খুশি হবার কথা।
(বিঃদ্রঃ পরিচিত কারও কল কেটে দিলে তার কা কাটা যাবে তাই ব্যাপারে একটু সাবধান থাকতে হবে।)
আমার সমাধান যদি কারও মনঃপুত হয় তবে অন্যদেরও শেয়ার করার অনুরুধ রইল।
(টিউনটি একসাথে টেকটিউনস somewhereinblog প্রকাশ করা হল)

No comments:

Post a Comment